ফের সোনা পাচার! আটক কলকাতা বিমান বন্দরে। এম ভারত নিউজ।

admin

গতকাল কলকাতা বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হল পুলিশি তৎপরতায়। ভেস্তে গেল পাচারের সমস্ত ছক।

0 0
Read Time:2 Minute, 33 Second

গতকাল কলকাতা বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হল পুলিশি তৎপরতায়। ভেস্তে গেল পাচারের সমস্ত ছক। এই ঘটনার জেরে এদিন দুপুরে ২১ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। দমদম বিমানবন্দর সূত্রের খবর, বুধবার দুপুর ২ টা নাগাদ বিমানে দোহা থেকে কলকাতায় আসেন শেখ কাউসার নামে এক ব্যক্তি। বিমানবন্দরে নামার পর থেকেই তাঁর হাবভাব, চালচলন দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের কর্মীদের। সন্দেহ আরো বেশি বাড়তে থাকায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালানো শুরু হয়। দেখা যায় পায়ের মোজায় লুকিয়ে ৩৯৯.৪৬ গ্রামের সোনার পেস্ট। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার টাকা। এদিন প্রায় সারা দিন ধরেই শেখ কাউসারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী দল। তার কাছে জানতে চাওয়া হয়, কোথা থেকে কী উদ্দেশ্যে সোনা আনা হচ্ছিল? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আর কারা কারা এই পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত আছে সেই জেরাও করা হয়েছে ব্যক্তিটিকে। কিন্তু কোনও প্রশ্নেরই সঠিক উত্তর পাওয়া যায়নি ওই ব্যক্তির কাছ থেকে। সোনা উদ্ধারের পর রাতের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বেশ কিছু দিন আগেও বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা হয়েছিল। সে বারও পাচারকারীদের ছক ছিল ঠিক একইরকম। তখন এক বিমানযাত্রীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়েছিল। যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লক্ষ টাকা। বিমান বন্দরে বারংবার এইভাবে সোনা পাচারের চেষ্টা যথেস্টই ভাবিয়ে তুলেছে বন্দরের আধিকারিরদের এবং রাজ্যের প্রশাসনকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফেসবুকে ভুয়ো খবর! ঐন্দ্রিলার লড়াই এখন ভালোবাসার প্রতীক। এম ভারত নিউজ

বন্ধু-প্রেমিক সব্যসাচী চৌধুরীও ফেসবুকে বার্তা দেন, 'আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে'।

Subscribe US Now

error: Content Protected