করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন সাংসদ সাহাবুদ্দিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রাক্তন সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে আজ সকালেই দিল্লি হাসপাতালে মৃত্যু হয়েছে এই প্রাক্তন সাংসদের। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি করোনা সংক্রমণ এরপর থেকেই দিল্লি কোর্টের তরফ থেকে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়, তাঁর সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য প্রাক্তন এই সংসদকে একটি খুনের মামলার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল । নিজের শাস্তি কাটাতেই তিহার জেলে বন্দী অবস্থায় ছিলেন তিনি। সেখানে তার করানো আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। গত মাসের ২৪ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

প্রশাসনিক মহলের তরফ থেকে জানা যায় শুধু তিনিই নয় পাশাপাশি তিহার জেলে থাকা আরও বেশ কয়েকজন আসামিদের শরীরেই এই সংক্রমণ দেখতে পাওয়া গেছে। করোনায় মৃত হওয়ার কারণেই সাধারণত সম্পূর্ণ বডি প্লাস্টিকে মুড়ে বাইরে পাঠানো হয়। সেক্ষেত্রে মৃত্যু নিয়ে সংশয় ছিল অনেকেরই । যদিও পরবর্তীতে তিহার জেলের আইজি সন্দীপ গোয়েল আরজেডি-র প্রাক্তন প্রাক্তন সাংসদের মৃত্যুর খবর জানান। এদিকে এই ঘটনায় শোকোস্তব্ধ হয়েছে দলের সমস্ত দলীয় কর্মীরা । পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও প্রাক্তন আরজেডি সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশ জুড়ে ১৮-৪৪ বছরের টিকাকরণ শুরু হল আজ থেকেই । এম ভারত নিউজ

করোনার এই দ্বিতীয় জোয়ারের ঢেউ সামলাতে এবার প্রধানমন্ত্রীর ঘোষণা মত ১৮ বছরের উর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল আজ থেকেই । তবে বেশ কয়েকটি রাজ্য থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, বর্তমানে রাজ্যের টিকার অভাব থাকায় ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের টিকাকরণ সম্ভব হচ্ছেনা। এখনও পর্যন্ত দেশের মাত্র ছটি রাজ্য এই […]

Subscribe US Now

error: Content Protected