Read Time:1 Minute, 18 Second
সেলেব্রিটি কাপল বিরাট ও অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি । আইপিএল শুরুর আগে কোহলি নিজেই নিজের স্ত্রীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর দিলেন । এদিন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে অনুষ্কার বেবি বাম্প-এর ছবি পোস্ট করে বিরাট এই সুখবর দিয়েছেন । ২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিয়ে হয় । কাপল হিসেবে তাঁরা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন । বিয়ের কয়েক মাস পর থেকেই অনুষ্কার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়েছিল যা বার বার তাঁদের মিথ্যে বলে জানাতে হয় । আনুষ্কা জানিয়েছিলেন মা হওয়া গর্বের ব্যাপার, এ-খবর কখনোই তাঁরা লুকিয়ে রাখবেননা । আর সত্যিই তেমনটাই হল, মা হতে চলেছেন অনুষ্কা আর সেই খবরটা নিজেরাই ভক্তদের জন্য ছড়িয়ে দিলেন সোশাল মিডিয়ায় ।

