
ফের শোকের ছায়া বলিউডে । আত্মঘাতী ‘এম এস ধোনি’, ‘কেশরি’, ‘খানদানি সাফাখানা’ খ্যাত অভিনেতা সান্দিপ নাহার । মানসিক অবসাদে থেকেই আত্মঘাতি । সোমবার রাতে মুম্বইয়ের গোরেগাঁও এলাকার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে দেহ ময়না তদন্তে পাঠানো হয়ছে । মৃত্যুর আগে নিজেই একটি ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায় যেখানে নিজের অসুবিধের কথা পরিষ্কারভাবে জানান তিনি । মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ার কথাও সেখানে বলা হয় । তাঁর কথায় স্পষ্ট যে নিজের বিবাহিত জীবনে অসুখি ছিলেন তিনি পাশাপাশি নিজের কেরিয়ার নিয়েও অনেকটা ডিপ্রেশনে ছিলেন তিনি । এই পোস্ট করার পরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান । সোমবার রাতে ঝুলন্ত অবস্থায় সন্দীপের দেহ প্রথম দেখতে পান তাঁর স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশে। তারপর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মুম্বাই পুলিশের তরফে মামলা রুজু করা হলে এই মুহূর্তে তদন্ত চলছে ।