চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর ! রাজ্যে চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা যাচ্ছে এখন থেকে প্রায় প্রতিবছরই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক স্তরে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করা হবে। আজ শনিবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন ” প্রত্যেক বছর এসএসসি ও প্রাইমারি টেট নেব। নেওয়ার চেষ্টা আমরা করব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখব।”

প্রসঙ্গত উল্লেখ্য গত কালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসএসসির উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীদের পরীক্ষা এবং ইন্টারভিউর তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। আর সেই কারণেই এবার নড়েচড়ে বসেছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে ব্রাত্য বসু বলেন,”আদালতকে ধন্যবাদ জানাবো। আজকেই স্কুল সার্ভিস কমিশন একটি প্রেস কনফারেন্স করবে। কী ভাবে ওরা ইন্টারভিউ নেবে সেই বিষয়ে বিশদে জানিয়ে দেবে।

“প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ ৭ বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শুধু তাই নয় পাশাপাশি বিভিন্ন অনৈতিকতার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, ” অস্বচ্ছতার অভিযোগগুলো উঠেছে এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে বেশি মামলা হয়েছে। যাতে গতি শ্লথ করে দেওয়া হয়। এইগুলো ঠিক নয়। মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। আমরা সেই স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ করব।”