চলতি মাসের শুরু থেকেই বঙ্গবাসী মেতেছে হালকা শীতের আমেজে। অবশ্য ইতিমধ্যেই আবহাওয়াবিদরা নিম্নচাপের আশঙ্কা জানিয়েছেন । জানা গিয়েছে, এই নিম্নচাপের জেরে আগাম কয়েকদিন শীতের অনুভূতি উধাও হতে পারে । একইসাথে সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার। এছাড়াও, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের কয়েকটি জেলায় ।
আলিপুর আবহাওয়া দফতর তরফে জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই আরও স্পষ্ট হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরী হওয়া নিম্নচাপ অক্ষরেখা । নিম্নচাপের কারণে গরম বাড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে । বৃষ্টির সম্ভাবনা কেটে গেলে ফের শীত আসবে দক্ষিণবঙ্গে আগামী ১৫-১৬ নভেম্বর থেকে ।
আগামী ১১ নভেম্বর হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), হাওড়া (Howrah), দুই ২৪ পরগনায় । এছাড়া, আবহাওয়া দফতর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জগদ্ধাত্রী পুজোর দিন অর্থাৎ শনিবার কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামী রবিবারেও এই বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলিতে ।