কোভিড আবহেই হতে চলেছে এবারের দুর্গাপুজো। তবে এবছর বেশকিছু বিধি নিষেধ মানতে হবে পুজো কমিটিগুলিকে। সেক্ষেত্রে খোলা প্যান্ডেলে পুজোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্যান্ডেলে বাতাস চলাচলের জায়গা রাখার কথা জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করা হবে। নিউ নর্মালেই মানিয়ে নিতে হবে রাজ্যবাসীকে। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করা হবে। সেখানেই আসন্ন পুজোর সমস্ত বিধিনিষেধ জানিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।
লক্ষাধিক পুজো হয় রাজ্যে। কাজেই করোনা আবহে পুজোর প্রস্তুতি কার্যত একটা বড় চ্যালেঞ্জ রাজ্যবাসীক কাছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” পুজো কমিটিগুলিকে অনুরোধ করব খোলামেলা প্যান্ডেল করার। কারণ অনেকেই অঞ্জলি দিতে, ঠাকুর দেখতে আসেন। তাতে ভিড় বাড়ে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া, বাতাস বের হওয়ার জায়গা থাকবে। জীবাণু থাকলেও তা বেরিয়ে যাবে। ভেতরের দু-তিনটে ভেন্টিলেটর এই কাজ করতে পারে না। উল্লেখ্য, রাজ্যে করোনায় মৃত্যুর হার অনেকটা কমেছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্যে করোনা চিত্র নিয়ে বেশকিছু পরিসংখ্যানও পেশ করেছেন তিনি।