টোকিওর পথে বাংলার সুতীর্থা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 2 Second

২০২১ টোকিও অলিম্পিকে হতে চলেছে কিছুদিনের মধ্যেই । সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেলেন বাংলার টেবিল টেনিস তারকা সুতীর্থা মুখোপাধ্যায়। কিছুদিন আগে অনৈতিকভাবে বয়স বাড়ানোর অভিযোগে খেলার অনুমতি দেওয়া হয়নি সুতীর্থা মুখোপাধ্যায়কে । অন্যদিকে হেরেও টোকিও যাত্রা অনুমতি পেয়ে গেলেন মোনিকা বার্তা। তাঁদের সঙ্গে জাপানের পথে রওনা হবেন, পুরুষদের বিভাগে ভারতের অচন্তা শরথ কমল এবং জি সাথিয়ানও।

কিছুদিন আগে এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের মোনিকা বার্তা অপজিটে নামেন বাংলার মেয়ে সুতীর্থ মুখোপাধ্যায়। মনিকাকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিকে খেলার সুযোগ অর্জন করেন। তবে পাশাপাশি জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন মোনিকা বার্তাও। দোহা ইভেন্টে ক্রমতালিকার শীর্ষ স্থানের দ্বিতীয় প্লেসড খেলোয়াড় হওয়ার সুবাদে টোকিও-র বিমান ধরার ছাড়পত্র পেয়ে যান মনিকাও।

যদিও পরবর্তীতে বয়স বাড়ানোর অভিযোগে তাঁর অনুমতি পত্র নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের তরফ থেকে । তবে হেরে যাননি সুতীর্থা । লড়াই করে গেছেন ফেডারেশন এর বিরুদ্ধে প্রমাণ করেছেন নিজের বয়স ,শেষ অব্দি টোকিওর পথে যাত্রা করতে চলেছেন তিনি ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যসভায় পাস সংশোধনী বীমা বিল । এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচন ২০২১ এর আগেই চরম বিরোধিতার মধ্যেই পাস হয়ে গেল সংশোধনী বীমা বিল। বিরোধিতা এমনই পর্যায় গিয়েছে যে চারবার অধিবেশন মুলতুবি রাখতে হয়। বারবার মূলতুবি রাখার ফলে দোলাচলে পড়েছিলেন রাজ্যসভার স্পিকার। পরবর্তীতে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জেরে বৃহস্পতিবার রাজ্যসভায় বিমা সংশোধনী বিল পাস করিয়ে নেয় কেন্দ্র । ইতিমধ্যেই বীমা সংশোধনী […]

Subscribe US Now

error: Content Protected