আন্দামান ইস্যুতে মোদিকে কটাক্ষ মমতার। এম ভারত নিউজ

Mbharatuser

এদিন কেন্দ্রকে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

0 0
Read Time:2 Minute, 18 Second

নেতাজির জন্মদিন উপলক্ষে প্রতি বছরই নানান কর্মসূচি নিয়ে থাকে কেন্দ্র এ বছরও তার অন্যথা হল না। ১২৬ তম জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। আর এই পরাক্রম দিবসে আন্দামানের ২১ দ্বীপের নামকরণ করা হয়েছে। ভার্চুয়ালি উৎপাদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা ঠিক কিছু পরেই কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নাম না করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “নতুন করে এসব নামকরণের অর্থ নেই। নেতাজি নিজেই তা করে গিয়েছিলেন। তিনি যখন আন্দামানে যান, তখনই দ্বীপের নামকরণ করেছিলেন।”

নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ তৈরি করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, “নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তো তুলে দিল, কীসের সম্মান?এখন তো কোনও প্ল্যানিংই নেই, সব নন প্ল্যানিং।”

এদিন কেন্দ্রকে একাধিক ইস্যুতে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “অনেকে এজেন্সির ভয় পালিয়ে যায়। আমরা পালাই না। যত পারো, এজেন্সি লাগাও, কিন্তু দেশটাকে এক রেখে দাও। দেশটাকে ভেঙো না।” এদিন রেড রোডের মঞ্চে সবচেয়ে নজর কাড়ল নেতাজি পরিবারের দুই সুগত বসু ও চন্দ্র বসুর যৌথ উপস্থিতি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অপেক্ষার অবসান, সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া। এম ভারত নিউজ

মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন অভিনেতা।

Subscribe US Now

error: Content Protected