Read Time:1 Minute, 11 Second
২০২০ অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটি আসল ভারতীয় পুরুষ হকি দলের হাত ধরেই। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের কাছে হেরে গেলেও আজ প্রতিদ্বন্দী জার্মানিকে হারিয়ে ৫-৪ গোলে ম্যাচ জিতে ব্রোঞ্জ হাতের মুঠোয় করল ভারতীয় পুরুষ হকি দল। প্রতিযোগিতা শুরুর প্রথম দিকে মনপ্রীতরা পিছিয়ে থাকলেও ম্যাচের নায়ক সিমরানজিৎ সিং-এর জোড়া গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রায় চার দশক পর পুরুষ হকিতে টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ভারত।১৯৮০ সালের পর ব্রোঞ্জ জিতে প্রথমবার পোডিয়ামে উঠছে ভারত। মনপ্রীত টিম আ্যন্ড কোং-দের সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী জগদীপ ধনখড় সহ একাধিক শুভাকাঙ্খীরা।
