দিল্লি পুরনিগমে ঝাড়ু ঝড়, ১৩৪ টি আসনে বিজয়ী ‘আপ’। এম ভারত নিউজ

Mbharatuser

গত রবিবার দিল্লিতে পুরনিগমের ২৫০ টি আসনে ভোট গ্রহণ হয়।

0 0
Read Time:2 Minute, 4 Second

সম্পূর্ণ হল দিল্লি পুরনিগম নির্বাচনের গণনা। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন। কেজরিওয়ালের ঝাড়ুতে রীতিমত সাফ বাকিরা। গণনার শেষে আপ পেল মোট ১৩৪টি আসন, বিজেপি পেল ১০৭টি আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র ৯টি আসন। আর বাকি অন্যান্যদের ঝুলিতে গিয়েছে ৩টি আসন। গত রবিবার দিল্লিতে পুরনিগমের ২৫০ টি আসনে ভোট গ্রহণ হয়। আজ ভোটের ফল প্রকাশের পর গত ১৫ বছর ধরে বিজেপির রাজত্বে থাকা দিল্লির পুরনিগম এখন আম আদমি পার্টির দখলে।

জয়ের পরে মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল গোটা দিল্লিবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, দিল্লি তার ছেলে ও ভাইকে যোগ্য হিসেবে বেছে নিয়েছে। দিল্লির সব দায়িত্ব যথাসম্ভব আমরা পালন করেছি। দুর্নীতি দূর করার দায়িত্ব দিয়েছে দিল্লি। আমি রাতদিন পরিশ্রম করে আপনাদের ইচ্ছে পূরণ করব। আর যারা আমাদের ভোট দেননি, তাদের কাজ আগে করার প্রতিশ্রুতি দিলাম। আমাদের কেন্দ্র ও প্রধানমন্ত্রীরও আশীর্বাদও চাই দিল্লিকে সাফ করতে।‘ ইতিমধ্যেই রাজধানীতে বিজয় উৎসব শুরু করে দিয়েছেন আপ সমর্থকরা। দিল্লিতে এখন শুধুই আপেদের জয়জয়কার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গণনা শুরু গুজরাট-হিমাচলে, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি। এম ভারত নিউজ

গুজরাটে ১৮২ আসনের মধ্যে ১৫৫ টি আসনেই এগিয়ে শাসক দল।

Subscribe US Now

error: Content Protected