করোনা রুখতে ভারতকে পাশে চায় নেপাল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

দূর হয়েছে ভুল বোঝাবুঝি। আর নিজের ভুল বুঝতে পেরে এবার ভারতের কাছে সাহায্য প্রার্থী নেপালের সংকটগ্রস্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে করোনা সংক্রমণ রুখতে প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষের সহায়তা ঠিক কতটা প্রয়োজন তা যথাযথ বুঝতে পেরেছেন নেপালের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি স্বভাবতই দূর হয়েছে। তাই আগামী দিনে দুই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে একত্রে মিলিত ভাবে কাজ করতে হবে তাঁদের।

পাশাপাশি তিনি আরও বলেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় ভারতের কাছে সেভাবে সাহায্য পায়নি নেপাল। তাই আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সহযোগিতা চেয়ে পত্র দেবেন তিনি। মূলত একটি আন্তর্জাতিক সংস্থার, সাক্ষাৎকারে তিনি বলেন,”ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে তৈরি হওয়া সমস্যা ঐতিহাসিক সমঝোতা, নকশা এবং বাস্তব দলিলের উপর ভিত্তি করে কূটনৈতিক মাধ্যমে সমাধান করা হবে।একটা সময় ভুল হয়েছিল ঠিকই , কিন্তু সেই ভুল ধারণা এখন দূর হয়ে গেছে। আগের ভুল বোঝাবুঝির মধ্যে এখন আর আটকে থাকতে চাই না, তার চেয়ে বেশি জরুরি ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে যাওয়া। “পাশাপাশি ভারতের সঙ্গে নেপালের মধ্যে ভুল বোঝাবুঝি প্রসঙ্গে তিনি বলেন,”এক প্রতিবেশীই তো আরেক প্রতিবেশীর ভালবাসা এবং সমস্যা ভাগ করে নেবে। চিলি আর আর্জেন্টিনার মধ্যে কি কোনো সমস্যা নেই?” সুতরাং আগামী দিনে ভারতের সঙ্গে, ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ঠিক কতটা আগ্রহী নেপাল, তা পরিষ্কার জানিয়ে দিলেন নেপালের প্রধানমন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মদন মিত্রের বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন । এম ভারত নিউজ

ভয়াবহ আগুন লাগল মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। জানা যাচ্ছে সাতসকালে আচমকাই সোফাতে আগুন লেগে যায়, আর তারপরই দ্রুততার সঙ্গে ছড়াতে থাকে সেই আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বেশ কিছুটা। এই বিষয়ে মদন মিত্র জানিয়েছেন, ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার ভাবে […]

Subscribe US Now

error: Content Protected