ভয়াবহ ধস সিকিমে। বেড়াতে গিয়েই হল বিপদ, তুষারপাতে জীবন খোয়ালেন বহু পর্যটক। সিকিমের নাথুলার জেএনএম রোডে আজ আচমকা ধস নামে। ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জনের মরদেহ এবং ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাংলার দুই যুবকের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় তাদের মধ্যে একজনের বাড়ি কোথায় তা এখনও স্পষ্ট নয়। বাংলার দুই যুবকের মধ্যে একজনের নাম সৌরভ রায়চৌধুরী, বয়স মাত্র ২৮। আরেকজনের নাম প্রীতম মাইতি, বয়স মাত্র ৩৮। সিকিম সরকারের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে নিহত এবং আহতের সংখ্যা জানানো হয়েছে। ঘটনাস্থলে ৫ থেকে ৬টি গাড়ি আটকে পড়ে। আটকে পড়েন প্রায় ২০ জন যাত্রী। আহতদের মধ্যে ১৩জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে সুস্থ বলে ছেড়েও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের ঠিকানা এবং সম্পুর্ণ পরিচয় জানা যায়নি। গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকারের তরফে নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা দেওয়া হল-
Breaking: সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ৭, দেখুন তালিকা। এম ভারত নিউজ
সরকারের তরফে নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে তা দেওয়া হল-
Read Time:1 Minute, 33 Second