
ভারতে এক নয়া ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবার প্রথম অভ্যন্তরীণ বেসরকারি সংস্থা দ্বারা নির্মিত রকেট উৎক্ষেপণ করতে চলেছে। ৫৪৫ কেজি ওজনের এই রকেটটির নাম বিক্রম-সাবরবিটাল বা বিকেএস। মহাকাশে ১০১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে এটি। বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরমাণু শক্তি ও মহাকাশ বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এটি ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট । শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে এটি উৎক্ষেপণ করা হবে।‘এই সিদ্ধান্তের জেরে ভারতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন দিক খুলে যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী আশা প্রকাশ করেছেন। ইসরো একটি মাইলস্টোন তৈরি করতে চলেছে। স্টার্টআপ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ভিকেএস রকেটটি নির্মাণ করেছে বলে স্পেস সূত্রের খবর।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘স্কাইরুট সংস্থাটি প্রথম বেসরকারি সংস্থা যাদের সঙ্গে ইসরো চুক্তি করেছে। সংস্থার তরফ থেকে মিশনটির নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। মহাকাশে মোট তিনটি পেলোড বহন করা হবে। যার মধ্যে একটি বিদেশি সংস্থা রয়েছে।‘ পাশাপাশি প্রধানমন্ত্রীর স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে গর্বের সাথে একটি ইতিহাস তৈরি করতে চলেছি বলে জানায় স্কাইরুট। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচী মহাকাশ বিজ্ঞানে বেসরকারি সংস্থার উদ্যোগকে আরও বেশি বাড়াতে সাহায্য করবে। বিকেএস উৎক্ষেপন ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নতুন একটি যুগের সূচনা করবে।‘ দেশবাসী তথা দেশের ছাত্রযুবাদের ভবিষ্যৎ প্রেরনার ক্ষেত্রে এই উৎক্ষেপণ খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন