ইতিমধ্যেই আফগানিস্তানকে সম্পুর্ন দখলে নিয়েছে তালিবান । আর তারপরই সরকার গঠনের জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। জানা যাচ্ছে , আগামী দিনে কাউন্সিল দিয়ে দেশ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তালিবানরা । আর সেই কারণেই দেশের সরকার গঠনে প্রাক্তন সেনা অফিসারদের সহায়তা চাইছে তাঁরা। বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানতে পারা যায়, গতকালই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-র সঙ্গে সাক্ষাৎ করেছেন তালিবান কম্যান্ডার আনাস হাক্কানি। শুধু তাই নয় সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে। জানা যাচ্ছে , আগামী দিনে একটি প্রকৃত কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এই কাউন্সিলের শীর্ষ পদ রক্ষা করবেন তালিবানদের সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

কাউন্সিল গঠন ছাড়াও সমস্ত সরকারি কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তালিবানরা। সেক্ষেত্রে সেনার উচ্চ পদস্থ অফিসারদের তালিবানদের অন্তর্গত এই কমিটির অধীনে কাজ করার জন্য আবেদন জানাতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দশকে প্রায় কুড়ি হাজার আফগানি সেনাকে হত্যা করেছে তালিবান জঙ্গিরা। যদিও সেক্ষেত্রে তাঁদের এই আবেদন ঠিক কতটা কার্যকরী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল।