নিয়োগ দুর্নীতিতে কুন্তল বর্ণিত রহস্যময়ী নারী! কে এই হৈমন্তী? এম ভারত নিউজ

Mbharatuser

গোপালের আসল নাম, একই সঙ্গে গোপালের স্ত্রীর ভূমিকা— আপাতত এই জোড়া রহস্যেই আটকে যাবতীয় কৌতূহল

0 0
Read Time:3 Minute, 57 Second

নিয়োগ দুর্নীতিতে এবার নতুন নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ধৃত কুন্তল ঘোষের বর্ণিত এই হৈমন্তী নাকি আবার মডেল। ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে যে গোপাল দলপতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময় কুন্তল গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। গোপালের আসল নাম, একই সঙ্গে গোপালের স্ত্রীর ভূমিকা— আপাতত এই জোড়া রহস্যেই আটকে যাবতীয় কৌতূহল।

গোপালেরই আর একটি নাম আরমান গঙ্গোপাধ্যায়। ‘আরমান ট্রেডিং’ নামে একটি সংস্থার মাধ্যমে কুন্তলের সঙ্গে গোপালের লেনদেন হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। গোপালের স্ত্রী হৈমন্তী নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে দাবি করেছেন কুন্তল। আর তার পর থেকেই হৈমন্তীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার নিয়োগ কেলেঙ্কারিতে দ্বিতীয় রুপোলি জগতের যে নারীর নাম উঠে আসছে তার নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়। কিন্তু কে এই হৈমন্তী? কুন্তলের দাবি তিনি গোপাল দলপতির স্ত্রী। সূত্রের খবর, নিয়োগ মামলায় উঠে আসা নাম গোপাল দলপতির সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হৈমন্তীর। পরে বিয়ে। বেশ ধূমধাম করেই হাওড়ার বাঁকসারাতে নিজেদের বাড়িতেই বিয়ে হয়েছিল হৈমন্তীর। যদিও সূত্রের খবর কয়েক বছরেই ভেঙে যায় সেই বিয়ে। তবে যাতায়াত যে ছিল তা জানা যায় আশেপাশের মানুষ-জনের কথায়। যদিও এদিন সংবাদ মাধ্যমের সামনে হৈমন্তীর মায়ের দাবি, “কোথায় হৈমন্তী জানি না। ওরা মরে গিয়েছে। মেয়ে জামাই সম্পর্কে বিশেষ কিছুই বলতে চাননি বাড়ির লোকজন।”

এদিকে সূত্রের খবর, মডেলিং, সিনেমা জগতে নাম করার চেষ্টা করছিলেন হৈমন্তী। একটি পরিচিত ছবিতে তিনি নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন। অপর একটি ছবিতেও নাকি তিনি অভিনয় করেছিলেন। কলকাতায় তাদের একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে নাকি তিনি গোপালের সঙ্গে থাকতেন। আবার হাওড়াতে বাবা মায়ের কাছেও মাঝেমধ্যে যেতেন । প্রতিবেশীদের দাবি কিছুদিন আগেই হৈমন্তীকে দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই বাড়ির সামনে বড় গাড়ি এসে দাঁড়াত। গাড়়ি চেপেই আসতেন হৈমন্তী।

http://dhunt.in/JTDDD

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নয়া স্ট্র্যাটেজি! এম ভারত নিউজ

মহিলাদের সবচেয়ে বেশি প্রশ্ন মূলত লক্ষ্মীর ভান্ডার নিয়েই

Subscribe US Now

error: Content Protected