হুইলচেয়ার না পেয়ে মৃত্যুর জের! জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া। এম ভারত নিউজ

admin

বিমান থেকে নেমে হুইল চেয়ার না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই বিমানবন্দরের……

0 0
Read Time:2 Minute, 33 Second

মোটা অঙ্কের জরিমানার মুখে পড়ল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। কর্তব্যে গাফলতির কারণে ৩০ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ৮০ বছরের এক বৃদ্ধকে হুইল চেয়ার দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বিমান থেকে নেমে হুইল চেয়ার না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই বিমানবন্দরের টার্মিনালে আসেন এক বৃদ্ধ দম্পতি। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার বিমান নিয়ন্ত্রক সংস্থার (DGCA) এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “বয়স্ক যাত্রীকে হুইলচেয়ার দিতে না পারায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”

চলতি মাসে বিমান সংস্থাকে কারণ দর্শানোর নোটিস জারি করে বিমান নিয়ন্ত্রক সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফে দাবি করা হয়, স্বামী-স্ত্রী দুজন বৃদ্ধ যাত্রীর মধ্যে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়। আরেকটি হুইল চেয়ার ব্যবস্থা করার জন্য সময় চাওয়া হয়। একটি হুইল চেয়ারে বসেছিলেন বৃদ্ধের স্ত্রী। তিনি নিজের হুইল চেয়ারের জন্য অপেক্ষা না করেই স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করেন।

ডিজিসিএ-এর এক আধিকারিক বলেন, “এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিরুদ্ধে বিমান সংস্থাটি কোনও পদক্ষেপ করেনি। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য কোনও ব্যবস্থাও গ্রহণ করেনি।” বিমানে ওঠা নামার ক্ষেত্রে সমস্ত যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক হুইল চেয়ারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জল্পনা শেষ করে 'পদ্ম' শিবিরে কৌস্তব। এম ভারত নিউজ

পদ্মশিবিরের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল

Subscribe US Now

error: Content Protected