Read Time:51 Second
সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত শুরু করল সিবিআই। সোমবার বয়ান রেকর্ড করা হয় প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের। সুশান্তের জামাইবাবু ও পি সিং ফরিদাবাদের পুলিস কমিশনার। আপাতত বড় মেয়ে এবং জামাইয়ের কাছেই রয়েছেন সুশান্তের বাবা। সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই তাঁর জামাইবাবুর বাড়ির চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা। তদন্ত নিয়ে বার বার বাধা পড়ছে । কিছুদিন আগে বিহার পুকিশকেও বাধা দেওয়া হয় তদন্তে । অভিযোগকারীর বিরুদ্ধে হতে পারে হামলাও ।
