কথা ছিল খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার । ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে । প্রায় এক মাস পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ডিসেম্বরেই কর্মস্থল শ্রীনগরে ফিরে গিয়েছিলেন বাঁকুড়ার চাকাডোবা গ্রামের বাসিন্দা সিআরপিএফ জওয়ান সুবল চন্দ্র মুর্মু (৫৫)।

সিআরপিএফ এর এফ-১১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। বেশ কয়েকবছর হল খাতড়া শহরে বাড়ি করেছিলেন ওই জওয়ান। সেখানেই তাঁর স্ত্রী বৃদ্ধা মা সহ কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। গত ডিসেম্বরেই ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান সুবল বাবু। গত বুধবার শ্রীনগরের হয়রথবলে কর্মরত অবস্থায় বরফ চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।

শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে মৃত জওয়ানের পরিবারের হাতে সুবলের কফিনবন্দি দেহ তুলে দেন সিআরপিএফ আধিকারিকরা। এদিকে, ছেলের মৃত্যু সংবাদ পেয়ে ঘনঘন মূর্ছা যান বৃদ্ধা মা। বাকরুদ্ধ হয়ে পড়েন স্ত্রীও। অন্যদিকে, গ্রামের ছেলেকে শেষবার দেখার জন্য ভিড় জমান গ্রামবাসীরা। শোকের ছায়া গোটা গ্রামজুড়ে।