
উড়ো মেল এল সিআরপিএফ এর দফতরে, তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মারার হুমকি দেওয়া মেল । মেলে লেখা আছে আত্মিঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাদের কে মারা হবে । সেই উড়ো মেলের জেরেই স্বরাষ্ট্র মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তা দেওয়া হল, সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলিকেও এ ব্যাপারে সতর্ক করা হল । সিআরপিএফ এর সূত্র উদ্ধৃত করে এএনআই সংবাদ সংস্থা মেল এর প্রসঙ্গ প্রকাশ করে এবং সিআরপিএফ এর তরফে জানানো হয়েছে -‘দিন কয়েক আগেই একটি উড়ো মেল আসে সিআরপিএফ এর দফতরে, তাতে অমিত শাহ এবং যোগী আদিত্য নাথকে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তা নিয়েই আগাম ব্যবস্থা হিসাবে গোয়েন্দা সংস্থা গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে’। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিআরপিএফ এর মুম্বাই দফতরে একটি মেল আসে, তাতে দেশের বিভিন্ন ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ সৌধে হামলা চালানোর পাশাপাশি ১১ জন আত্মঘাতীর উল্লেখ রয়েছে । এই আত্মঘাতী বোমারুরা যোগী এবং শাহকে শেষ করবে । এই ঘটনার প্রেক্ষিতে পরে সিআরপিএফ এর. ডিজিপি কুলদ্বীপ সিংহ জানান- ‘আমরা কেন্দ্রকে এই বিষয়টি জানিয়েছি, এবং মহারাষ্ট্রের যে সংস্থাগুলি এ বিষয়ে ভারপ্রাপ্ত তাদেরকেও জানানো হয়েছে । হুমকি উড়ো মেলের বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে – এই উড়ো মেলের সূত্র খোঁজার চেষ্টা চলছে, সাথে অমিত শাহ এবং যোগীর বাড়তি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ।