কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে বিরোধিতায় বিক্ষোভ চালাচ্ছে সারা দেশের কৃষক সংগঠনগুলি । এবার সেই বিক্ষোভ দেশের সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে । লন্ডনের ভারতীয় দূতাবাসকে ঘিরে চলছে বিক্ষোভ । মূলত লন্ডনের শিখ সম্প্রদায়ের মানুষেরা এই বিক্ষোভের মূলে । ভারতীয় কৃষকদের জন্যে করা এই বিক্ষোভের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । করোনার নিয়ম এবং শারীরিক দূরত্ব প্রায় শিকেয় তুলে এই প্রতিবাদ চালাচ্ছেন শিখ সম্প্রদায়ের মানুষরা ।
ভারতের রাজধানীতে চলছে বিক্ষোভ, পাঞ্জাব-হরিয়ানা সহ দেশের আরও বহু রাজ্যের কৃষকরা এসে জোট বেঁধে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষি আইনের বিরুদ্ধে । দাবি- নয় নয়া আইন বদল করতে হবে নাহলে আইন তুলে নিতে হবে । এই নিয়ে বার বার সরকারের সঙ্গে বৈঠক হলেও সেই বৈঠক কার্যত ব্যর্থই হয়েছে । ফের কেন্দ্র-বিক্ষোভকারী বৈঠক বসবে ৯ তারিখ । এর আগের দিনের বৈঠকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্থানীয় বাসীন্দাদের কথা এবং শীতের মরশুমে কৃষকদের শারীরিক অবনতি হওয়ার কথা মাথায় রেখে কৃষকদের আবেদন করেছিলেন ধর্না থেকে উঠে যেতে পাশাপাশি যাতে অন্তত মহিলা এবং বয়স্করা বাড়ি ফেরেন । কিন্তু, কোন কথাতেই কোন কাজ হয়নি । নিজেদের দাবিতে অনড় হয়েই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা । এদিকে একই কারনে কাল কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে । যেখানে তাঁদের সঙ্গে বিজেপি বিরোধি সমস্ত দলই রয়েছে ।