তিন দিনের মুম্বাই সফরে মমতা। এম ভারত নিউজ

admin

রাজ্যে বিনিয়োগ টানতে তিন দিনের সফরে মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিকল্পনামাফিক ডিসেম্বরের প্রথম দিনেই দেশের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ে বৈঠক শুরু করে দেবেন মমতা।

0 0
Read Time:2 Minute, 46 Second

রাজ্যে বিনিয়োগ টানতে তিন দিনের সফরে মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পরিকল্পনামাফিক ডিসেম্বরের প্রথম দিনেই দেশের বাণিজ্য রাজধানী মুম্বাইয়ে বৈঠক শুরু করে দেবেন মমতা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যে শিল্প সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর ওই সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রশাসনিক মহল। প্রতিবারই শিল্প সম্মেলনের আগে ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। শিল্প সম্মেলনে বাংলায় শিল্পপতিদের আহ্বান জানাতে প্রশাসনিক কর্তাদেরও বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকে সরকার। আগামী বছর ২০-২১ এপ্রিল রাজ্যে শিল্প সম্মেলনের আসর বসার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই তৃণমূল সরকার শুরু থেকেই রাজ্যে শিল্পায়ন এবং তরুণদের কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছে। বাংলায় শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষন করতে একাধিক নীতি সরলীকরণের পথে হেঁটেছে রাজ্য। ফলে আগামী শিল্প সম্মেলনকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে সরকার। এবার মুম্বই সফরে এনসিপির অন্যতম নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার। দেখা হওয়ার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও। যদিও উদ্ধব ঠাকরের শরীর এই মুহূর্তে আপাতত ভাল নেই। প্রসঙ্গত উল্লেখ্য, তিন দিনের সফরে আগামী সোমবারই দিল্লি যাওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, রাজ্যের আর্থিক এবং সীমান্তে বিএসএফ বাহিনীর বর্তমান নীতির কথাই আলোচনার মূল বিষয়। এ ছাড়াও তাঁর আরও অন্য কর্মসূচিও রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হড়পা বানে ভাসছে অন্ধ্র, জোরকদমে শুরু উদ্ধারকার্য। এম ভারত নিউজ

অতি ভারী বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে মৃত্যু হল ১৭ জনের, নিখোঁজ শতাধিক মানুষ। রাজ্য প্রশাসন সূত্রের খবর, এই ভারীবৃষ্টির জেরে শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের।

You May Like

Subscribe US Now

error: Content Protected