দলের ভাবমূর্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

ক্ষমতায় এসে সরকার গঠনের পরই দলের নৈতিকতা এবং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কড়া নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী ।বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় জয়লাভ করে পুনরায় ক্ষমতায় এসেছেন তৃণমূল সরকার। আর তারপর থেকেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞ মহলের সকলেই বলছেন ,দলের আগামী দিনের লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর সেই কারণেই তৃণমূল নেত্রী দলের অভ্যন্তরে একের পর এক রদবদল করে সাংগঠনিক দিক পোক্ত করার চেষ্টা করছেন।

ওয়ার্কিং কমিটির পর, কোর কমিটির বৈঠকে দলীয় নেতা এবং কর্মী-সমর্থক সহ সকল সাংসদদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশ জারি করেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন,
১) দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।
২) কয়লা-গরু বা বালি পাচারের মতো বিষয়ে যাতে কারও নাম না জড়ায় সেবিষয়ে সতর্ক থাকতে হবে।
৩) দল দলের মতো চলবে আর প্রশাসন প্রশাসনের মতো চলবে।
৪) দলের নামে কোথাও তোলাবাজি চলবে না।
৫) প্রশাসনিক কাজে কোনও নেতার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
৭) কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীদিনের দলের অভ্যন্তরীণ নেতাদের কোন কাজ যাতে দলের নৈতিকতাকে ভঙ্গ না করে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাইকেল গার্লের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা গান্ধী । এম ভারত নিউজ

দেশজুড়ে চলছে করোনার দাবদাহ। আর এরই মাঝে, বাবাকে হারিয়েছেন সাইকেল গার্ল জ্যোতি কুমারী। এই দুর্দিনে সাইকেল গার্ল জ্যোতির পাশে এসে দাড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। আগামী দিনে জ্যোতির পড়াশোনার খরচ বহন করবেন তিনি । যদিও এই বিষয়ে নিজস্ব সোশ্যাল মাধ্যমে এখনও পর্যন্ত কোন বার্তা না দিলেও,জ্যোতি কুমারির সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা […]

Subscribe US Now

error: Content Protected