0
0
Read Time:1 Minute, 18 Second
করোনায় জর্জরিত রাজধানী । এর মধ্যেই আরও ৪ ওমিক্রণ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল দিল্লিতে । এই নিয়ে এখনও পর্যন্ত সে রাজ্যে মোট আক্রান্তেরসংখ্যা এড়ে হল ৬ । রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওমিক্রণ আক্রান্তদের মধ্যে ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও মোট ৩৫ করোনা আক্রান্ত রোগী এখনও হাসপাআলে চিকিৎসাধীন রয়েছেন । তাদের মধ্য়ে এলএনজেপি হাসপাতালে ভর্তি ৩ রোগী ওমিক্রন আক্রান্ত বলেই সন্দেহ করা হচ্ছে। দিল্লির পাশাপাশি রাজস্থানেও চিহ্নিত হয়েছে আরও ৮ ওমিক্রন রোগীকে। এনিয়ে রাজ্যে আক্রান্ত মোট ১৭ জন । দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, গুজরাট প্রভৃতি রাজ্যেও মিলেছে ওমিক্রণের সন্ধান । সব মিলিয়ে দেশে মোট ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ৫২ ।