সাইকেল গার্লের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রিয়াঙ্কা গান্ধী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

দেশজুড়ে চলছে করোনার দাবদাহ। আর এরই মাঝে, বাবাকে হারিয়েছেন সাইকেল গার্ল জ্যোতি কুমারী। এই দুর্দিনে সাইকেল গার্ল জ্যোতির পাশে এসে দাড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। আগামী দিনে জ্যোতির পড়াশোনার খরচ বহন করবেন তিনি । যদিও এই বিষয়ে নিজস্ব সোশ্যাল মাধ্যমে এখনও পর্যন্ত কোন বার্তা না দিলেও,জ্যোতি কুমারির সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলার সময়, আগামী দিনে নিজেদের পড়াশোনার বিষয়ে কোনো চিন্তা না করেই এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জ্যোতি এবং তাঁর ভাই-বোনেদের পড়াশোনার খরচ বহনের ক্ষেত্রে কোন সংকোচ না করে তাঁকে জানাতে। সম্প্রতি জ্যোতির একটি সাক্ষাৎকারে, এই বিষয়ে পরিষ্কার তথ্য দিয়েছে সে নিজেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের দাবদাহে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের মধ্যে জ্যোতি এবং তাঁর বাবা ছিলেন অন্যতম। করোনার ভয়ঙ্কর পরিস্থিতি যখন দেশের সমস্ত মানুষকে গৃহবন্দি করেছে তখন নিজের প্রবল ইচ্ছাশক্তি জোরেই ১২০০ কিলোমিটার রাস্তা নিজের অসুস্থ বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে হরিয়ানা থেকে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিল সে। দীর্ঘ সাত দিন অর্ধেক অভুক্ত থেকেই নিজের বাবাকে নিয়ে এই কঠিন যুদ্ধ জয় করে জ্যোতি। যদিও তারপর বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত জ্যোতিকে মনে রাখেনি কেউই। কিছুদিন আগেই নিজের বাবাকে হারিয়েছে জ্যোতি। আর সেই খবর পাওয়া মাত্রই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার থাবা ভারতীয় ফুটবলে, আক্রান্ত অনিরুদ্ধ থাপা । এম ভারত নিউজ

করোনার থাবা এবার ভারতীয় ফুটবল দলে ,আক্রান্ত হলেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। ইতিমধ্যেই কাতার ম্যাচে, হারের কারণে বেশ কিছুটা দমে গেছে ভারতীয় ফুটবল দল ,আর তার মধ্যেই করোনার থাবা দলের অভ্যন্তরে। জানা যাচ্ছে কাতার ম্যাচের আগেই করোনাই আক্রান্ত হয়েছেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন অনিরুদ্ধ থাপা। প্রসঙ্গত উল্লেখ্য […]

Subscribe US Now

error: Content Protected