সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে প্রতি জেলায় ১ কোম্পানি বাহিনী চাইল কমিশন। এম ভারত নিউজ

admin

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই গোটা রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন।

0 0
Read Time:3 Minute, 0 Second

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই গোটা রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আদালত অবমাননার দায় থেকে বাঁচতে রাজ্যে জেলাপিছু মাত্র ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। সেই হিসাবে মঙ্গলবার কেন্দ্রের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সাধারণত ১০০ থেকে ১০৫ জন সদস্য থাকেন। তাঁদের মধ্যে পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানো হয় কম-বেশি ৮০ জনকে। তবে এত কম বাহিনী দিয়ে গোটা জেলায় কীভাবে নির্বাচন সম্ভব সে প্রশ্নই তুলছে বিরোধীরা। শুধু তাই নয়, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করছে বিজেপি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ার পর জরুরি বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তার পর সূত্র মারফৎ জানা যায়, জেলা পিছু মাত্র ২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইতে চলেছে কমিশন। কিন্তু বিকেল গড়ালে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রকে যে চিঠি গিয়েছে তাতে মোট ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। অর্থাৎ জেলাপিছু মাত্র ১ কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে নির্বাচনে।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় মঙ্গলবার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই রাজ্যে ভোট করতে হবে। এর আগে হাইকোর্টও ওই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য হাই কোর্টের নির্দেশই বহাল রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কের মধ্যেই রাজভবনে পালিত 'পশ্চিমবঙ্গ দিবস', কী বলছে তৃণমূল? এম ভারত নিউজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও রাজভবনে পালিত হল 'পশ্চিমবঙ্গ দিবস'।

Subscribe US Now

error: Content Protected