পুজোর পরে করোনার সুনামি বাংলায়, সতর্কতা চিকিৎসকদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

দুর্গা পুজোর পরে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সুনামি বইবে । করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতার চিকিৎসকরা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেই চিঠিতে তাঁরা বলেন, কেরলের ওনম উৎসবে কেরল সরকারের কড়াকড়ি না থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে । স্পেনেও ফুটবল ম্যাচে দর্শক ঢুকতে দেওয়ার অনুমতি দিয়ে একই বিপত্তি ঘটেছে । মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পর থেকে বাংলায় সংক্রমণ বাড়ছে । এটা সংকেত তাই এখন থেকেই দুর্গাপুজো নিয়ে সতর্ক হতে হবে। গণেশ চতুর্থিতে মহারাষ্ট্রেও খুবই নমঃ নমঃকরে পুজো হয়েছে । নবরাত্রি উদযাপন বাতিল করে দিয়েছে গুজরাত সরকার । দিল্লিতে এখনও দুর্গাপুজোয় অনুমতি দেওা হয়নি ।

মহামারীর কথা ভেবেই ইদ, পয়লা বৈশাখের মতো উৎসব ঘরে বসেই পালন করেছেন মানুষ। এবার দুর্গাপুজোতেও কড়াকড়ি করা হোক। রাজ্য সরকার ইতিমধ্যেই পুজোর সময়ে প্যান্ডেলে প্যান্ডেলে সামাজিক দূরত্ব, মাস্ক পরা, সমাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছে তবে চিকিৎসকদের বক্তব্য, শুধু এটুকু বললেই হবে না। রাজ্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন জারি করতে হবে। নাহলে পুজোর পরে কেরল, স্পেনের মতই ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়াতে হবে বাংলাকে । স্বাস্থ্য দফতরের অন্যতম পরামর্শদাতা তথা কোভিড-১৯ বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য ডাক্তার বিআর সতপতি বলেন, আমরা সরকারকে বলেছি, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিতে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আপডেট: মোট আক্রান্ত ছাড়ালো ৬৯ লক্ষ । এম ভারত নিউজ

করোনা পরিস্থিতি এখনও ভয়ানক । দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭০ হাজারের বেশি । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ লক্ষ ৬ হাজার ১৫২ । ২৪ মৃত ৯৬৪ জন মানুষ । মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৪৯০ জনের । এখন দেশে আক্টিভ কেস ৮ লক্ষ ৯৩ হাজারের বেশি […]

You May Like

Subscribe US Now

error: Content Protected