এনআরসি নিয়ে এখনই কোনও পরিকল্পনা নেই, পাহাড় থেকে ঘোষণা শাহের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

বঙ্গে চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে|পঞ্চম দফা ভোটের আগে পাহাড়ের সভায় হাজির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বড় ঘোষণা করলেন তিনি, এখনই এনআরসি নয়|NRC নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। জানিয়ে দিলেন, দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা তাঁর নেই। আর যদি ভবিষ্যতে NRC হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয়।ভোটের মরসুমে পাহাড়ের সভা থেকে NRC নিয়ে শাহর এই ঘোষণা রীতিমতো চমকপ্রদ। কারণ, নাগরিকপঞ্জি নিয়ে বিজেপির বহুদিনের ভাবনা ছিল, সরকার ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে দিয়েছে। যা এনআরসির আগের ধাপ হিসেবেই অনেকে মনে করছেন|

যে যে জেলায় নির্বাচন, সেই জেলাগুলিতে সংখ্যালঘুদের আধিক্য তাই NRC হাতিয়ার|গোর্খাদের এনআরসির আতঙ্কে এই দুটি ফ্যাক্টরই যেতে পারে বিজেপির বিরুদ্ধে। তাই মোক্ষম চাল দিয়ে আগেভাগেই জাতীয় নাগরিকপঞ্জি এখনই না করার সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিলেন শাহ। আলাদা করে গোর্খাদের বুঝিয়ে দিলেন, ভবিষ্যতে যদি কখনও এনআরসি করার কথা কেন্দ্র ভাবেও, তাতেও পাহাড়ের বাসিন্দাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, এনআরসি হলেও গোর্খাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না।
তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় এলে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। এতদিন পাহাড়ে গোর্খাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা এবার বন্ধ করবে বিজেপি। এছাড়া,পাহাড়ের সমস্যার সমাধানের পাশাপাশি আরও একাধিক বড় ঘোষণা করেছেন । জানিয়ে দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা নিউটাউনে । এম ভারত নিউজ

বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, জানা যাচ্ছে ,মূলত জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় ক্ষুব্দ হয়ে বিজেপির সমর্থকদের মারধর করে তৃণমূলের সমর্থকরা।গতকাল রাতে নীল ষষ্ঠী উপলক্ষে গঙ্গার জল আনতে যাচ্ছিল নিউটাউনের পাথরঘাটা এলাকা থেকে বেশ কয়েকজন যুবক । ২১১ রুটের বাসের মধ্যে যখন তাঁরা […]

Subscribe US Now

error: Content Protected