কয়লা ও গরু পাচার কাণ্ড নিয়ে এবার নড়েচড়ে বসল কলকাতা আদালত । গরুর পাচার কান্ডের লিঙ্ক ম্যান বিনয় মিশ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিল কলকাতা আদালত। জানা যাচ্ছে এই আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। ইতিমধ্যেই আবেদন খারিজ করা হয়েছে এই সিঙ্গল বেঞ্চের তরফে। আদালতে তরফ থেকে স্পষ্ট জানানো হয় কয়লা এবং গরু পাচার কাণ্ড নিয়ে তদন্ত চলবে। এমনকি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিনয় মিশ্রের শুনানি শোনার বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নেয় কোলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল, কয়লা এবং গরু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বরাও। আর এখানে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করত বিনয় মিশ্র ,তাই এই চক্রের মাথা অব্দি পৌঁছতে গেলে বিনয়কে জিজ্ঞাসাবাদ করাটা খুবই জরুরী।

যদিও এই প্রসঙ্গে বিনয় মিশ্রের আইনজীবী জানিয়েছেন, বিনয় মিশ্র এদেশের নাগরিক না হওয়ায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই আবেদন খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিনয় মিশ্রের পরিবারে তাঁর বাবা-মায়ের কাছে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সম্ভাব্য আজই নিজাম প্যালেসে হাজিরা দেবেন তাঁর বাবা-মা।