দাম বেশি লাগলে না খেয়ে থাকুন, নিদান বিজেপি সাংসদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

দেশজুড়ে প্রায় দেড়বছর ধরে চলছে মহামারি পরিস্থিতি। এহেন অবস্থায় অগ্নিমুল্য হয়ে দাঁড়িয়েছে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস। খাদ্যসঙ্কট তৈরি হয়েছে দেশের বেশ কিছু জায়গাতেই। এহেন পরিস্থিতিতে ছত্তিশগড়ের বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে। ছত্তিশগড়ের বিজেপি বিধায়ক ব্রীজমোহন আগরওয়াল রীতিমতো দাবী করেন যে যাঁরা এই মুল্যবৃদ্ধিকে জাতীয় বিপর্যয় বলছেন তাঁদের না খেয়ে থাকা উচিত। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে ব্রীজমোহন বলেন,”মুদ্রাস্ফিতি যদি জাতীয় বিপর্যয় হয়, তবে যারা এরকম বলছেন তাঁদের খাবার খাওয়া বন্ধ করা।এরকম মানুষদের পেট্রলের ব্যবহারও বন্ধ করা উচিত।যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং যারা কংগ্রেস করেন তাঁরা যদি খাবার খাওয়া বন্ধ দেন তাহলে মূল্যবৃদ্ধি এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে।” সাংসদের এহেন মন্তব্যের পরই প্রতিবাদে ফেটে পড়ে বিরোধীরা। ছত্তিশগড়ের শাসকদল কংগ্রেস লজ্জাজনক বলেই আখ্যা দিয়েছে এহেন মন্তব্যকে। কংগ্রেসের তরফে বলা হয়, “সেদিন আসতে আর বেশি দেরি নেই,যেদিন বিজেপি কেন্দ্রীয় শাসকদল বিরোধী সবাইকে দেশছেড়ে চলে যেতে বলবে।” ওই বিজেপি সাংসদের এই মন্তব্যে নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়েই। অবশেষে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছ দেখে সাংসদের অবশ্য দাবী, মস্করা করেই এহেন কথা বলেছিলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাঁশদ্রোনীতে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ । এম ভারত নিউজ

শুক্রবার ভোরে বাঁশদ্রোণীর একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যাচ্ছে মৃতা ওই মহিলার নাম ঐন্দ্রি ঘোষ(৩৯)। বিবাহবিচ্ছেদের পর পার্টনারের সঙ্গে ওই বাড়িতেই প্রায় বছর দুয়েক ধরেই থাকতেই তিনি। মৃত ওই মহিলার […]

Subscribe US Now

error: Content Protected