২রা মে ‘পদ্মফুল’ চোখে সর্ষেফুল দেখবে : অভিষেক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে দফায় দফায় কর্মসূচিতে বিভিন্ন দলের নেতা এবং নেত্রীরা ঠিক এমনই এ কর্মসূচিতে আজ পূর্ব মেদিনীপুরের পথে হাঁটা লাগিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একুশের নির্বাচনের আগে তাই শাসকদলের মাথাব্যথার কারণ হতে পারে জঙ্গলমহলের জেলাগুলি, এমনটাই ভেবেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সভায় অন্য সুরে গান গাইলেন। তিনি বললেন জঙ্গলমহলের জন্য বিজেপি সাংসদ সেভাবে কোনো কাজই করেননি , এমনকি লকডাউনের সময় বিজেপি সাংসদদের দেখা পর্যন্ত মেলেনি ।তাই ঝাড়গ্রামে ঝাড় খেয়ে গেছে বিজেপি , ঠিক এমনটাই মনে করছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগে থেকেই জঙ্গলমহলে যেকোনো বিজেপি শিবিরেই ভিড় দেখা যাচ্ছে না সেভাবে, পাশাপাশি রাজ্য নেতা তো দূরের কথা এমনকি কেন্দ্রীয় নেতা যোগী আদিত্যনাথের সভাতেও সেরকম ভিড় দেখতে পাওয়া যায়নি তাই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের সভাতে ঝাড়গ্রামের মানুষের এই স্বতঃস্ফূর্ততায় সোজাসুজি বলে দেয় রাজ্যে আবার তৃণমূলী আসতে চলেছে তিনি এও বলেন তিনি নিজের দায়িত্ব করে মুখ্যমন্ত্রীকে জানাবেন সে কথা।

শুধু তাই নয় গতকাল পুরুলিয়ায় সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন তৃণমূলের খেলা এবার শেষ এবার উন্নয়নের খেলা শুরু হতে চলেছে। আর আজ তার পাল্টা জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঝাড়গ্রামের মাটিতে আপনার কপ্টার নামছে এটাই আসল পরিবর্তন। ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মারন রোগে আক্রান্ত হয়ে চুল হারালেন ঐন্দ্রিলা । এম ভারত নিউজ

৬ বছর আগেও একবার মারন রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা, তখন শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী । সুস্থও হয়ে উঠেছিলেন , ফিরে এসেচগিলেন সাভাবিক জীবনে । তবে ৬ বছরের মধ্যেই ফের ক্যান্সার থাবা বসাল ঐন্দ্রিলার শরীরে । তবে এবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তিনি । চিকিৎসার জন্যে গিয়েছিলেন দিল্লীতে । সেখানে […]

Subscribe US Now

error: Content Protected