রাজ্যে লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বেলুড় মঠ। দেশ তথা রাজ্যে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রতিদিন। এরইমধ্যে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে। ভিডিওটিতে বেলুড়মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দর্শনার্থী ও ভক্তদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান আগামী ২২ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বেলুড় মঠ। যদিও মঠের ইউটিউব চ্যানেল থেকে সন্ধারতি এবং সমস্ত পুজো লাইভ দেখার ব্যবস্থা করা হবে ভক্তদের জন্য।
অন্যদিকে এই আবহে বন্ধ করে দেওয়া হল ব্যান্ডেল চার্চও। গতকাল একটি নোটিশ ব্যানারের আকারে টাঙিয়ে দেওয়া হয় ব্যান্ডেল চার্চ এর গেটের বাইরে। আজ সকালে দর্শনার্থীরা এসে দেখেন চার্জের দরজা বন্ধ। প্রসঙ্গত এই করোনা পরিস্থিতির জেরে বেশ দীর্ঘকাল ধরেই দর্শকদের জন্য বন্ধ ছিল ব্যান্ডেল চার্চের দরজা। চার্চের ফাদার এল ফ্রান্সিস এই প্রসঙ্গে বলেন “আবার করোনার প্রকোপ বাড়ার ফলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার্চ।”