শীতলকুচি কান্ডে প্রকাশ্যে মমতার ফোন কল রেকর্ডিং । এম ভারত নিউজ

user
0 0
Read Time:6 Minute, 8 Second

একমাসের মধ্যে আবার। আবারও প্রকাশ্যে মমতার বিতর্কিত অডিও টেপ রেকর্ডিং। রেকর্ডিং না বলে বোমা বললেও ভুল হয়না হয়ত। এবার মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করল বিজেপি।
বিজেপির তরফে দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফোনকলটি করেছিলেন শীতলকুচির তৃনমুল প্রার্থী পার্থপ্রতিম রায়কে। শীতলকুচির ১২৬নম্বর বুথে আধাসেনা গুলি চালানোয় ৪জনের মৃত্যু হলে তার পরই ওই ফোনকলটি মুখ্যমন্ত্রী করেন বলে অভিযোগ। এমনকি মৃতদেহ নিয়ে মিছিল করা এবং পুলিশ আধিকারিকদের ফাঁসানোর কথাও বলতে শোনা যায় ওই ফোন কলে। যদিও অডিও ক্লিপটির সত্যতা এম ভারত নিউজ যাচাই করেনি।

ঠিক কী ছিল সেই কথোপকথন? নীচে রইল পুরো কথপোকথনের লিখিত রূপ

পার্থপ্রতিম: হ্যাঁ দিদি হ্যালো
মমতা: মাথা ঠান্ডা করে ভোটটা করো তারপর এর বিচার আমরা করে দেব।
পার্থ প্রতিম: একদম
মমতা: সবকটাকে অ্যারেস্ট করাব, সবকটা সিআরপিএফকে। ডেড বডিগুলোকে এখন রেখে দাও। কালকে ডেডবডিগুলো নিয়ে র‍্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না।
পার্থপ্রতিম: ঠিক ঠিক
মমতা: সব পড়ে থাকবে, আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে।
পার্থপ্রতিম: একদম একদম দিদি।
মমতা: চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, হেরে যাও।
পার্থপ্রতিম: একদম একদম আমি ফিল্ডে পড়ে আছি।
মমতা: এটা কারা করেছে? সিআরপিএফ?
পার্থপ্রতিম: সিআরপিএফ সিআরপিএফ
মমতা: ওই লোকগুলো কারা?
পার্থপ্রতিম: আমাদেরই লোক আমাদেরই লোক
মমতা: তুমি এক কাজ করো পুরো এফআইআর করবে। ল ইয়ারকে দিয়ে, নিজের ইচ্ছামত করবে না।
পার্থপ্রতিম: ওকে ওকে দিদি
মমতা: এফআইআর বাড়ির লোক যেটা করবে সেটা আমি বলে দেব আফটার ইলেকশন
পার্থপ্রতিম: ঠিক ঠিক
মমতা: এখনই পুলিশ স্টেটমেন্ট নিতে গেলে নেবে না। ভালো করে এফআইআর করতে হবে ল’ইয়ার-এর সাথে কনসাল্ট করে।
পার্থপ্রতিম: ঠিক আছে
মমতা: যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে ।
পার্থপ্রতিম: হ্যাঁ হ্যাঁ।
মমতা: এসপিকেও ফাঁসাতে হবে আইসিকেও ফাঁসাতে হবে
পার্থপ্রতিম: ঠিক ঠিক
মমতা: এখন মাথা ঠান্ডা করে ভোট করে দাও এজেন্টের স্ট্রেন্থ দাও।
পার্থপ্রতিম: একদম।
মমতা: নিশ্চিন্তে কাজ করো।
পার্থপ্রতিম: সব বুথে এজেন্টরা যাতে থাকে।
মমতা: তুই দু’একবার করে যা আর গিয়ে বলে দে।
পার্থপ্রতিম: আমি যাচ্ছি প্রত্যেক জায়গায় যাচ্ছি।
মমতা: চারদিকে মানুষকে গিয়ে বলে দে চিন্তা করার কোনও কারণ নেই, ভোট যাতে না দিতে পারেন তার জন্য এরা এমন করছে।
পার্থপ্রতিম: একদম একদম দিদি কোন চিন্তা নেই।
মমতা: ওরা এনপিআর করবে ডিটেনশন ক্যাম্প করবে তাই এরকম করছে ।
পার্থপ্রতিম: ঠিক আছে আমি দেখে নিচ্ছি।
মমতা: হ্যাঁ।

বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেন, “মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে সওয়াল না করে সিআরপিএফ-কে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছেন।” ধর্মীয় মেরুকরণের মাধ্যমে তিনি পুলিশকেও ফাঁসাতে চাইছেন বলে দাবি করেছেন মালব্য। অন্যদিকে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “এটা মুখ্যমন্ত্রীর মতো কথা নয়, এটা একটা গুন্ডা, মাফিয়ার মত কথা বলেছেন। উনি ডেডবডির উৎসব করতে চাইছেন। উনি ডেডবডি নিয়ে রাজনীতি করেছেন অনেক আগে থেকেই।”

বিজেপির তরফে আরো জানানো হয় “এই অডিয়ো ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া হবে। সবাইকে সর্তক করছি মুখ্যমন্ত্রীর বদ উদ্দেশ্য নিয়ে। আগামিদিনে অশান্তি করতে পারে তিনি। বড় কোনও গণ্ডগোল আগামী কয়েক দফায় করতে পারে তৃণমূল। নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করবো।”

এই অডিও ক্লিপ প্রসঙ্গে তৃনমূলের তরফে তাপস রায় জানান “বিজেপি বুঝতে পেরে গেছে কত ধানে কত চাল। ওদের আর কিছু করার নেই। এখনও ওরা এই অডিয়ো এবং ভিডিয়ো টেপ তৈরি করছে। আগে ওরা বলুক শীতলকুচিতে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হত্যা করানো হল কেন।”

এর আগেও নন্দীগ্রাম ভোটের আগে মুখ্যমন্ত্রীর অডিও রেকর্ডিং ভাইরাল করে চাপ তৈরি করতে চেয়েছিল পদ্ম শিবির। এবার পঞ্চম দফা ভোটের আগে আবারও একবার ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কল রেকর্ডিং। এই প্রসঙ্গে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রতিক্রিয়া জানান সেটাই দেখার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার বলি ফের এক প্রার্থী, রেজাউল হকের পর এবার প্রদীপ নন্দী । এম ভারত নিউজ

করোণায় মৃত্যুমিছিল অব্যাহত দেশ জুড়ে। সেই তালিকায় রেহাই পাচ্ছেন না বিধানসভা নির্বাচনের প্রার্থীরাও। নির্বাচনের মাঝেই করোণা প্রাণ কাড়ল আরো এক প্রার্থীর। ভোট যুদ্ধের আগেই জীবন যুদ্ধে হার মানলেন মুর্শিদাবাদ এর জঙ্গীপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। আগামী ২৬শে এপ্রিল ভোট হওয়ার কথা ছিল এই কেন্দ্রে। তার আগেই শুক্রবার ১৬ই এপ্রিল করোণা […]

Subscribe US Now

error: Content Protected