1
0
Read Time:1 Minute, 15 Second
আগামী কাল থেকে ঘোষণা অনুযায়ী চালু হতে চলেছে লোকাল ট্রেন। আজ সন্ধ্যে সাতটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার সদর ঘাট মেচেদা রেল স্টেশনে সমস্ত নিরাপত্তা বলয় ক্ষতি দেখতে এলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বিভু গোয়েল ও পুলিশ সুপার সুনীল কুমার যাদব। তাঁরা টিকিট কাউন্টার এবং সমস্ত প্ল্যাটফর্ম পরিদর্শন করেন।
জেলাশাসক বিভু গোয়েল বলেন “আমরা সব রকম ভাবে প্রস্তুত এবং সতর্কতা অবলম্বন করছি। রেল স্টেশন সাইডে থাকবে আইসোলেশন ওয়ার্ড। যে কোনো যাত্রী অসুস্থ হলেই সেখানে ডাক্তার এবং নার্সের চিকিৎসা পাবেন।” এখন দেখার বিষয় হল আগামী কাল জেলা পুলিশ প্রশাসন কতটা নিরাপত্তা দিতে পারবে এবং কতটা সোশ্যাল ডিসটেন্স মেনে যাত্রীরা লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবে।