নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ফের উত্তপ্ত জমি আন্দোলনের আতুঁড়ঘর খেজুরি।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ ব্লকের রামচক এলাকায় বিজেপির কার্যকর্তা সন্দীপ হাজরা যখন দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তখন তৃণমূল আশ্রিত দৃস্কৃতীরা হামলা চালায়। শুধু তাই নয়, ওই বিজেপি কর্মীর বাইকও ছিনতাই করা হয় বলে অভিযোগ।
অন্য বিজেপি কর্মীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। এরপর রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে খেজুরি একটি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম বিজেপি কর্মী সন্দীপ হাজরা উত্তর মণ্ডলের কোষাধ্যক্ষ পদে ছিলেন।

এদিন তৃণমূল কর্মীরা এলাকায় ব্যাপক বোমাবাজিও করে বলে অভিযোগ বিজেপির। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন, খেজুরিতে তৃণমুলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তবে মানুষ যোগ্য জবাব দেবে। এই বিষয়ে পুলিশ কোন ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। জেলা কো- অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোন কর্মী যুক্ত নয়।আমাদের আশঙ্খাই সত্যিতে পরিণত হয়েছে, আদি বনাম নব্য বিজেপি লড়াই শুরু হয়েছে। আদি বিজেপির ওপর নব্য বিজেপি লোকজন হামলার চালিয়েছে। বোমাবাজি করেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।