Read Time:1 Minute, 25 Second
দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার থেকে রাজ্যে গড়িয়েছে থমকে থাকা রেলের চাকা। তবে প্রথমদিনই সাধারণ মানুষের স্বার্থে রেলের কাছে ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়ে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভবানী ভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে রাজ্য প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। বৈঠক শেষে এদিন মুখ্যসচিব বলেন, ‘ করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর লক্ষ্যে রাজ্য-রেল একযোগে অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি।’ চলতি সপ্তাহেই এই সুবিধা যাত্রীরা পাবেন বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের আধিকারিক জানান, অফিস টাইমে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে প্রায় ১০০ শতাংশ ট্রেন চালানোর চেষ্টা করা হবে।