কয়েক দিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরীক্ষা স্থগিতের। কিন্তু ফের শুক্রবার পরীক্ষা সংক্রান্ত নয়া বিবৃতি ঘোষণা করল কাউন্সিল ফর স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এবার সিবিএসই-র পথেই হাঁটল কাউন্সিল ফর স্কুল সার্টিফিকেট এগজামিনেশন। অর্থাৎ সিবিএসই-র মত এবার অফলাইনেই স্কুলে বসেই হতে চলেছে আইএসসি (ISC) এবং আইসিএসই (ICSE) দশম ও দ্বাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা।

শুক্রবার কাউন্সিল ফর স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)-এর তরফ থেকে জারি হওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা চলবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। অপরদিকে, দ্বাদশের পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর, শেষ হবে ১৬ ডিসেম্বর। পূর্বে দশম এবং দ্বাদশের পরীক্ষা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছিল সিআইএসসিই কিন্তু বেশীর ভাগ স্কুলের আপত্তিতে শেষ পর্যন্ত অফলাইনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে কাউন্সিল। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা আরম্ভ হবে বেলা ২ টো থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে অতিরিক্ত ১০ মিনিটও দেওয়া হবে। যদিও এই পরীক্ষায় সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েজ।