আজ দেশের কৃষি আইন নিয়ে শুনানি ঘোষণার কথা ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিমকোর্টে তরফ থেকে আজ ঘোষণা হল সেই শুনানি এবং জানানো হয়েছে আপাতত কেন্দ্রের উচিত এই আইনকে স্থগিত রাখা। দিনে দিনে কৃষকদের এই আন্দোলন চরম সীমায় পৌঁছে যাচ্ছে, এরপর তা হাতের বাইরে বেরিয়ে যাবে বনাই মনে করছেন সুপ্রিম কোর্ট। যেভাবে একের পর এক কর্মসূচি তাঁরা চালিয়ে যাচ্ছে তাতে তাঁদের কে দমিয়ে রাখা সহজ কথা হবে বলে মনে করছেন না তাঁরা।
কৃষক ও কেন্দ্রের চতুর্থ দফার বৈঠকে অসফলতা পেয়ে ট্রাক্টর মার্চ করেছিলেন আন্দোলনকারী কৃষকেরা। পরবর্তীতে হুঁশিয়ারিও দিয়েছিলেন শপিংমল ও পেট্রলপাম্প বন্ধের । এইভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থায় এক তীব্র বিদ্রোহী ছাপ ফুটে উঠবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের শুনানিতে উমা প্রকাশ বলেন দিল্লির রাস্তায় বয়স্ক পুরুষএবং বয়স্কা মহিলারা বসে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাতেও কেন কর্ণপাত করছেন না কেন্দ্র সরকার ? কেন নেওয়া হচ্ছে না কোন ব্যবস্থা ? অতএব আপাতত স্থগিত থাকছে নয়া কৃষি আইন ।