আদালতের নির্দেশ, অঙ্কিতার স্কুলেই নিয়োগ ববিতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 54 Second

এসএসসি দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল করার রায় দেন। 2016 সালের 4 ডিসেম্বর এসএসসি পরীক্ষা হয় । পরীক্ষার মেধা তালিকা বেরোয় 2017 সালের 27 ই নভেম্বর। সেই মেধা তালিকায় ওয়েটিং লিস্টে নাম ছিল ববিতা সরকারের। সাধারণত মেধাতালিকার সাধারণ প্যানেল লিস্টে থাকা উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পর ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের চাকরি হয়। সেই কারণেই আশায় বুক বেঁধে বসেছিলেন শিলিগুড়ির কোর্ট মোড়ের বাসিন্দা ববিতা সরকার। তারপর চাকরি না হওয়ায় আন্দোলনে নামেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। পরে ওয়েটিং লিস্টের মেধার তালিকায় নাম বেরোলে ববিতা সরকার দেখেন তার নাম রয়েছে 20 নাম্বারে। কিন্তু প্রথম কাউন্সিলিংয়ের পর ববিতা সরকার দেখেন তার নাম চলে গিয়েছে 21 নাম্বারে। আর 20 নাম্বারে নাম রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। এরপরও চাকরির দাবিতে আদালতে যান ববিতা । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত অঙ্কিতার চাকরি বাতিলের রায় দেয়। ইন্দিরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা, তাই আদালত রায় দেয় অঙ্কিতা নিজেকে আর শিক্ষিকা বলে পরিচয় দিতে পারবেন না এবং ওই স্কুলে অঙ্কিতা এবং তার পরিবারের সদস্যরা কোনদিন ঢুকতে পারবেন না। এমনকি অঙ্কিতা 43 মাস চাকরি করার সমস্ত বেতন তাকে আদালতে দুইবারের কিস্তিতে জমা দিতে হবে । সেইমতো প্রথম কিস্তির টাকা ফেরতও দিয়েছেন পরেশ কন্যা। এরপর আদালতের নির্দেশ মেনে ওই ইন্দিরা গার্লস স্কুলের নিয়োগপত্র পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ। তবে কবে যোগ দিচ্ছেন ববিতা সরকার এ কথা জানেন না স্কুল কর্তৃপক্ষ। ববিতা সরকারের বেতন ধার্য করা হয়েছে 42600 টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ট্রাক-গাড়ির সংঘর্ষ, দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয় । এম ভারত নিউজ

শুক্রবার বেলা দেড়টা নাগাদ শুভেন্দু অধিকারী, নিজের বাড়ি শান্তিকুঞ্জ থেকে তমলুকের রথযাত্রার উদ্দেশ্যে রওনা দেন। সেইমতো শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর মারিশদার কাছে একটি পেট্রোল পাম্পে এই দুর্ঘটনাটি ঘটেছে। দীঘা কল্যাণী রুটের একটি বাস পেট্রোল পাম্পের দিকে ঢোকার সময় শুভেন্দু অধিকারীর […]

You May Like

Subscribe US Now

error: Content Protected