শক্তি বাড়ছে ভারতীয় স্থল সেনার। অর্জুন ট্যাংকের খাতে যুক্ত হলো আরও 118 টি অর্জুন ট্যাংক। রবিবার দেশবাসীকে অর্জুনকে ট্যাংক উতসর্গ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চেন্নাইয়ের কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট বা সিভিআরডিইকে বরাত দিয়েছিল কেন্দ্র সরকার আরো ১১৮ টি ট্যাংক বানানোর জন্য।

ভারতীয় স্থল সেনার শক্তি বাড়াতে ,আরো ১১৮ টি ব্যাংকের অনুমোদন দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে এই খাতে বরাদ্দ করা হয়েছে ৮৪০০ কোটি টাকা। অর্জুন মার্কের ১ এ উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেকোনো আবহাওয়া তে কাজ করতে পারে এই টাঙ্কটি। এর ওজন ৬৮ কেজি। ট্যাংকটিতে রয়েছে ১২০ মিলিমিটার রাইফেলড গান। রয়েছে পিকেটি ৭.৬২ মিমি ককশিয়াল মেশিন গান। রয়েছে এনএসভিটি ১২.৭ মেশিন গান। অর্জুন মার্ক ১ এ ট্যাংকে লাগানো রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার।