Read Time:1 Minute, 22 Second
কোভিড পরবর্তী চিকিৎসা চলছিল অমিত শাহের । কয়েকদিন আগেই তিনি মোটামোটি সুস্থ বলে জানানো হয় দিল্লির এইমস হাসপাতাল সূত্রে । তাই সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আজ সোমবারই ছাড়া পাচ্ছেন শাহ । অগস্ট মাসের শুরুতেই অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসার পর ১৪ অগস্ট তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকদের পরামর্শে কিছু দিন হোম আইসোলেশনেই থাকছিলেন । কিন্তু, বাড়ি ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয় । নতুন করে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় দিল্লির এইমসে । প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করানো হলে সেই রিপোর্টে বুকে সংক্রমণ থাকার প্রমাণ মেলায় এইমসে ভর্তি করানো হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে । সেখানেই কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর ।
