অমিত শাহের কথা মত বাংলায় দুশো আসন নিশ্চিত করার লক্ষ্যে কর্মীদের মনোবল বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া ব্রিগেড। সাল শুরুর প্রথম রবিবারে গ্রামীণ হাওড়ার অন্তর্গত উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় দিনভর একাধিক কর্মসূচিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য।
সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন সকালে বাউড়িয়া ফোর্টগ্লষ্টার জুট মিল এলাকায় চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি দলের মণ্ডল কর্মীদের নিয়ে রঘুদেবপুর মঙ্গলভবনে একটি সাংগঠনিক সভা করেন তিনি। পরে দলীয় কর্মী সর্মথকদের নিয়ে গঙ্গারামপুর একটি পথসভা করেন।

সবশেষে গ্রামীণ হাওড়া জেলা বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন কেশব প্রসাদ মৌর্য। সেখানে তৃণমূলকে একহাত নেন তিনি। বলেন, “তৃণমূল সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার গরিবের চাল চুরি,আমফান ও প্রধানমন্ত্রীর আবাস যোজনায় গরিব মানুষের টাকা কাটমানি করেছে। সিন্ডিকেট, গরু পাচার ও কয়লা পাচারে প্রথম স্থান অর্জন করেছে তৃণমূল সরকার। আর তাই এই সরকারকে বিদায় দিন। পরিবর্তে সোনার বাংলার গড়ার লক্ষ্যে বিজেপিকে বাংলায় আনুন।”