দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীকে মারধর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 24 Second

নতুন বছরের প্রথম দিনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা হাওড়ার উদয়নারায়ণপুরে। শুক্রবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উদয়নারায়ণপুরেও যাবতীয় কর্মসূচি চলছিল। এদিন সকালে গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর বাসষ্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠান চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জেলা বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক অভিজিৎ রায়। অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল নেতা লকাই দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সর্মথকরা তাঁর ওপর বাঁশ,লাঠি,রড নিয়ে চড়াও হয়।

ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এ প্রসঙ্গে গ্রামীণ হাওড়া বিজেপির জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডলের অভিযোগ, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলাকালীন পুলিশের সামনে আমাদের কর্মীকে পেটানো হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করল পুলিশ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জেনে গেছে তাদের দিন শেষ তাই তারা উদয়নারায়নপুরে সন্ত্রাস সৃষ্টি করছে।

যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্টে তাদের দাবি ওই বিজেপি নেতা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে জামা ধরে টানাটানি করায় স্থানীয় মানুষ প্রতিরোধ করেছে। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ওয়ার্ক এবং ইমিগ্র্যান্ট ভিসার জন্য অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত : ট্রাম্প । এম ভারত নিউজ

সারাদেশ যখন করোনার প্রভাবে প্রভাবিত তখন দুর্বল হয়ে পড়েছে সমস্ত প্রভাবশালী দেশের অর্থনীতিও। এমনকি আমেরিকাও ভুগছে বেকারত্বে, করোনার মোকাবিলা করতে গিয়ে দেশে বেকারত্ব বেড়েছে বলেই জানিয়েছেন আমেরিকান ট্রাম্প সরকার। শুধু দেশের অর্থনৈতিক দিকেই নয় এমনকি স্বাস্থ্য ও অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো তো অনেক প্রভাব ফেলেছে এই ভাইরাস। নিজের দেশের সাধারন জনগনের কথা […]

Subscribe US Now

error: Content Protected