
নতুন বছরের প্রথম দিনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা হাওড়ার উদয়নারায়ণপুরে। শুক্রবার ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উদয়নারায়ণপুরেও যাবতীয় কর্মসূচি চলছিল। এদিন সকালে গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর বাসষ্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠান চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জেলা বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক অভিজিৎ রায়। অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল নেতা লকাই দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সর্মথকরা তাঁর ওপর বাঁশ,লাঠি,রড নিয়ে চড়াও হয়।

ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এ প্রসঙ্গে গ্রামীণ হাওড়া বিজেপির জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডলের অভিযোগ, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলাকালীন পুলিশের সামনে আমাদের কর্মীকে পেটানো হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করল পুলিশ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জেনে গেছে তাদের দিন শেষ তাই তারা উদয়নারায়নপুরে সন্ত্রাস সৃষ্টি করছে।
যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্টে তাদের দাবি ওই বিজেপি নেতা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে জামা ধরে টানাটানি করায় স্থানীয় মানুষ প্রতিরোধ করেছে। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।