1
0
Read Time:1 Minute, 3 Second
জল্পনার অবসান। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার পুরুলিয়ার কংগ্রেস সাংসদ সুদীপ মুখোপাধ্যায়কে নিয়ে বিধানসভায় উপস্থিত হন। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় সচিবের হাতেই ইস্তফাপত্র জমা দেন। পাশাপাশি ই-মেল করে দেন অধ্যক্ষকে। তবে পরিষদীয় নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত থেকে নিজের হাতে লেখা ইস্তফাপত্র জমা দিতে হয়। সেক্ষেত্রে শুভেন্দু নিয়ম না মেনেই ইস্তফাপত্র জমা দিয়েছেন। এখন অধ্যক্ষ ইস্তফা পত্র গ্রহণ করেন কিনা সেটাই দেখার। এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।