Read Time:1 Minute, 12 Second
বুধবার ওন্দা কোভিড হাসপাতালে জয়পুর রাউৎখণ্ডের এক ব্যক্তি মারা যান। এর পরে পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে জয়পুর জঙ্গলে সেই কোভিড আক্রান্তের মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয় । খবর পেয়েই জঙ্গল লাগোয়া গ্রামের লোকজন এসে জয়পুর থানার চেকপোস্টে জড়ো হয়ে করোনা আক্রান্তের মৃতদেহ কোনও ভাবেই তাঁদের এলাকায় সৎকার করা চলবে না বলে দাবি করে বিক্ষোভ দেখান, পথ অবরোধও করেন । অবরোধ তুলতে গেলে পুলিশকে লাঠিচার্জ করতে হয় । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছবি তুলতে গেলে জয়পুর থানার সাব ইনস্পেক্টর হারাধন হাজরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ । এই ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী ও বেশ কয়েকজন গ্রামবাসী ।
