
সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট – রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় তিন কিমি এলাকা নিয়ে নতুন সংসদ ভবন ও বেশ কয়েকটি সরকারি অফিস নির্মাণের প্রজেক্ট তৈরি করে কেন্দ্র। আর এতেই পরিবেশের উপর প্রভাব পড়তে পারে বলে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । তারই শুনানি হয় সোমবার যেখানে কোর্ট কেন্দ্রকে তিরষ্কার তো করেই কিন্তু পাশাপাশি স্পষ্ট এও জানিয়ে দেয়, সাংসদের ভিত্তি প্রস্তর স্থাপন করা যেতে পারে তবে, বন্ধ রাখতে হবে যে কোন রকমের নির্মাণ কাজ । প্রধানমন্ত্রীর হাতেই আগামী ১০ ডিসেম্বর এই নয়া সাংসদের ভূমিপূজা বা ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে ।

প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রজেক্ট তৈরী হলে বাড়বে লোকসভা আর রাজ্যসভার সাংসদের সংখ্যা । পুরোন সাংসদ ভবনের তুলনায় এটি আকারে অনেকটাই বড় হবে যেখানে লোকসভায় ৮৮৮ জন সাংসদ বসতে পারবেন এবং রাজ্যসভায় ৩২৬ জনের আসন থাকবে। যা বর্তমানে ৫৪৩ এবং ২৪৫ ছিল । ২০২২ সালের মধ্যেই এই নতুন সাংসদ ভবনটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যায় ।