শহিদ জওয়ানের পারিবারের পাশে মন্ত্রী সৌমেন মহাপাত্র । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 11 Second

পূর্ব মেদিনীপুর:– জম্বু কাশ্মীরের লাদাখে অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু তমলুকের সিআরপিএফ জওয়ান নন্দ রানা। গত বৃহস্পতিবার কফিনবন্দি দেহ অবশেষে তাঁর বাড়িতে পৌঁছালে সেনাবাহিনী ও জেলা পুলিশের তৎপরতায় গার্ড অফ অনার এর মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তারপরেই গোটা গ্রাম সহ তাঁকে হারিয়ে শোকাচ্ছন্ন । গত বৃহস্পতিবার শহীদ নন্দ রানার ছেলে ও পরিবার জন কাতর কন্ঠে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে ছিল তাদের পাশে যেন সরকার থাকে এবং তাঁদেরকে নিয়ে যেন সরকার ভাবে। কারণ অংকন এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী এখনো সে স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি তারপরে মা ও শোল মাসের ছোট্ট বোনকে নিয়ে আগামী দিনে তাঁর জীবনে বেঁচে থাকার জন্য লড়াই তা সংশয় হয়ে উঠবে। কার্যত তার পরেই দেখা যায় শুক্রবার দুপুর দুটো নাগাদ তমলুকের বিধায়ক তথা সেচ ও জলপথ মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র তাঁর বাড়িতে আসেন। সৌমেন বাবু বাড়িতে প্রবেশ করেই শহীদ নন্দ রানার ছবিতে মাল্যদান করেন ও তার কৃতিত্বে সংবর্ধনা জানান। তারপরেই তাঁর স্ত্রী ছেলে ও মেয়ে সহ পরিবারের সমস্ত সদস্যদের সাথে দেখা করেন। এবং তাদেরকে ওই মুহূর্তে আর্থিক সাহায্যের পাশাপাশি আগামী দিনে শহীদের ছেলে অংকন ও ছোট্ট বোন বৈষ্ণবী এবং মায়ের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী সৌমেন বাবু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশনায়ক বিপিন রাওয়াত, গান সেলুটে শেষকৃত্য । এম ভারত নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর স্ত্রী সহ ও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল তাঁর । দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারের শ্মশানে একই চিতায় পাশাপাশি শোয়ানো হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মধুলিকার দেহ ৷ পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় […]

Subscribe US Now

error: Content Protected