করোনা ভ্যাক্সিন নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন দুর করতে আগেই ভ্যাকসিন নিয়েছিলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও সেটি ছিল ফাইজারের টীকা। এবার তারই দেখানো রাস্তা অনুসরন করলেন , আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । তবে তিনি ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেন নি বরং তার পরিবর্তে নিয়েছেন মর্ডানা ভ্যাকসিন এর প্রথম ডোজ। তার এই ভ্যাকসিন গ্রহণের অনুষ্ঠান সরাসরি সংবাদ-মাধ্যমে প্রচারিত হয়েছিল তার একটি উদ্দেশ্য অবশ্যই এটাই যাতে সাধারণ মানুষ এই বিষয়ে জ্ঞাত হতে পারেন।

কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার এবং ট্রায়াল’ নিয়ে নানান সন্দেহের মধ্যে ছিলেন আমেরিকানরা । তাদের সকল প্রশ্নের উত্তর দেবার জন্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞাত করবার জন্য ভ্যাকসিন গ্রহণে আগ্রহ দেখায় আমেরিকার চারজন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে । আশা করা যায় খুব শীঘ্রই এই ভ্যাকসিন এভেলেবেল হয়ে যাবে সাধারণ মানুষের জন্য।