ফের সার্জিক্যাল স্ট্রাইকের মুখে পাকিস্তান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

আবার সার্জিকাল স্ট্রাইকের মুখে পাকিস্তান । যদিও এবার সার্জিক্যাল স্ট্রাইক করা দেশটির নাম ভারতবর্ষ নয়, ইরান। বিশেষত বালোচ জঙ্গিদের হাতে পণবন্দি জওয়ানদের ছাড়িয়ে আনার কারণেই এই স্ট্রাইক করা হয়। ইরানের আইআরজিসি পাকিস্তানের ভেতরে প্রবেশ করে হামলা চালায় বালোচ জঙ্গিদের ঘাঁটিতে। সাফল্যের সঙ্গে মুক্ত করে আনা হয় নিজেদের দুই জওয়ানকে।

সাম্প্রতিক একটি রিপোর্টের মাধ্যমে জানানো হয়েছে ভারতবর্ষের পর ইরানই প্রথম দেশ, যারা পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ইরানে তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে মঙ্গলবার গভীর রাতে এই অপারেশন চালানো হয়েছিল এবং তা সফলতার সাথে পূরণ করতে পেরেছে ইরান । ফলে ছাড়িয়ে আনা হয় দুই জাওয়ানকে।সিসতান ও বালোচিস্তান প্রদেশের মেরকাভা শহরে লুকিয়ে বন্দি করে রাখা হয়েছিল ইরানের রেভোলিউশনারি গার্ডের দুই জওয়ানকে। সব মিলিয়ে মোট ১২ জন রিভলিউশনারি জওয়ানকে বন্দি করেছিল পাকিস্তান । ২০১৮ সালের নভেম্বরে পাঁচ জনকে ও পরে ২০১৯ সালের মার্চ মাসে আরও চার জনকে উদ্ধার করা হয়। বাকিদের ছাড়ার জন্য নানারকম বৈঠক করা হলেও সেই সকল বৈঠক বিফলে যায়। পরবর্তীকালে সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নেয় ইরান সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Next Post

আজ বাজেট পেশ করবেন মমতা, কি কি চমক থাকছে দেখে নিন । এম ভারত নিউজ

আজ রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্রের অসুস্থতার কারণে বিধানসভায় আজ তাঁর ভূমিকা পালন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যদিও এই প্রথম নয় । এর আগেও জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের কালে বাজেট পেশ করেছিলেন জ্যোতিবাবু নিজে কারণ সেই সময় অর্থমন্ত্রী পদটি খালি ছিল। সামনেই বঙ্গ ভোট তাই ভোটের আগে বাজেট […]

Subscribe US Now

error: Content Protected