আগামীকাল থেকেই বাড়ছে মেট্রো সংখ্যা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

মহানগরীবাসীর জন্য সুখবর ! আগামীকাল থেকে মহানগরীতে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা। মেট্রো রেলের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা যাচ্ছে , এই মুহূর্তে মোট ৯০ টি মেট্রো চলছে। তবে আগামীকাল অর্থাৎ ১২ জুলাই থেকে মোট ১০৪ টি ট্রেন চালানো হবে বলে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে । যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই, আপ এবং ডাউনে মোট ৫২ টি করে মেট্রো চলাচল করবে। প্রতি আট মিনিটে একটি করে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত কমাতেই রেল সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে অফিসের দিনগুলিতে ভিড় বেশি হওয়ার কারণে সোম থেকে শনি ট্রেন চালানো হবে। তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে মেট্রোরেল সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে মেট্রোরেলের সময়সূচী । সোমবার থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রোটি সকাল সাড়ে আটটার পরিবর্তে ছাড়া হবে সকাল ৮টায় । তবে সকালের দিকে মেট্রো পরিষেবার ক্ষেত্রে শেষ রেলটি দুটি স্টেশন থেকেই আগের মতোই সাড়ে ১১ টায় ছাড়বে। জানা যাচ্ছে সকালের পাশাপাশি বিকেলের মেট্রো পরিষেবায় ট্রেন যাত্রার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। জানা যাচ্ছে আগামী কাল থেকে বিকেলে নির্ধারিত সময় অনুসারে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে ট্রেন যাত্রা শুরু হবে বিকেল ৩ টে ৪৫ মিনিট থেকে। সেক্ষেত্রে রাতের পরিষেবার দিক থেকে অন্তিম রেলের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। সেটি সন্ধ্যে সাতটার পরিবর্তে ৭:১৫ তে চালানো হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কেন্দ্রের চাপে পড়ে গ্রিভেন্স অফিসার নিয়োগ করল টুইটার । এম ভারত নিউজ

দীর্ঘদিনের সংঘাতের পর এবার তৃতীয় গ্রিভেন্স অফিসার নিয়োগ করল টুইটার। কেন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে জড়িয়েছে জ্যাক ডোরেসের এই সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির উপর রাশ টানতে ডিজিটাল আইন প্রকাশ করা হলে, তা প্রথমে মেনে নিতে রাজি হয়নি টুইটার। পরবর্তীতে তা মেনে নেওয়ার […]
national_85

Subscribe US Now

error: Content Protected